Header Ads

Header ADS

ভিপিএন ব্যবহার করে অ্যাডে ক্লিক করার পরেও গুগল কিভাবে আপনাকে ব্যন করে দিচ্ছে ?

আপনি যখন ভিপিএন ব্যবহার করেন তখন সেটা সামান্য সময়ের জন্যই ব্যবহার করে থাকেন  এরপর আপনি পুনরায় লোকাল আইপিতে ফিরে যান  গুগল আপনার ডিভাইসের শেষ ২৮ দিনের নেট ব্যবহারের রেকর্ড সংগ্রহ করছে  বলতে গেলে গুগল এটা করছে না  আমি নিজেই দিয়ে দিচ্ছেন   আপনি নেট ব্যবহার করছেন  সেক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে গুগল সহজেই আপনার লোকেশন এবং ডিভাইস ট্র্যাক করে ফেলে  এতে করে গুগল আপনার অবস্থান সনাক্ত করে ফেলে একাকী  এতে করে এরা বুঝে ফেলে আপনি অবৈধভাবে অ্যাড ক্লিক করেন 

আপনি প্রশ্ন করতে পারেন যে, আমি যদি দেশের বাইরে যাই এবং তখন অ্যাডস ক্লিক করি তাহলেও কি গুগল আমাকে ব্যন করে দিবে ?

নাহ  কেননা, ইতিমধ্যেই আমি বলেছি গুগল আপনার অবস্থান ট্র্যাক করে ফেলে ইন্টারনেট ব্যবহারের দ্বারা  আপনি যখনি বিদেশের মাটিতে নেট ব্যবহার করছেন তখনি আপনি লোকাল আইপিতে কানেক্ট হচ্ছেন  এভাবেই গুগল বুঝে নেয় আপনার ডিভাইস অন্য দেশে রয়েছে 

আরেকটা প্রশ্ন হতে পারে, আমি কি শেষ যখন নেট ব্যবহার করেছি তখন দেশের বাইরে থাকতে পারিনা?আমিতো ইউরোপের কোন দেশেও থাকতে পারি যেখানে একই সাথে ৬-৭ টা দেশের সিমারেখা থাকতে পারে ? 

         আপনার প্রশ্নে যুক্তি রয়েছে  কিন্তু স্যার, আপনি ভালোভাবেই জানেন, আপনি যখন বাংলাদেশ সীমানায় নেট ব্যবহার করেন তখন সকল সাইটের পাশে অদৃশ্যভাবে সেই দেশটা মার্ক করা থাকে  যেমন গুগল বাংলাদেশ, গুগল ইন্ডিয়া, গুগল ইউকে, এরকম  আপনি যখন বাংলাদেশ সীমানায় দাড়িয়ে গুগল ব্যবহার করছেন তখন আপনার মাথার উপরে একটা স্যাটেলাইট রয়েছে যা আপনার নেট ব্যবহারের ইনফো অটো গুগলের সারভারে প্রেরন করছে  আবার যখন আপনি ভারতের সীমানায় যাচ্ছেন এই স্যাটেলাইটের সাহায্যেই আপনার ওয়েব ঠিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে গুগল ইন্ডিয়ার নামে ।।। আশা করি কি কারনে ভিপিএন ব্যবহারে ব্যন হয়ে যাচ্ছে আপনার সাইট সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন  এটা নিয়ে বাংলায় এই প্রথম কেউ আপনাকে জবাব দিলো

No comments

Powered by Blogger.